1. dainikpollysangbad@gmail.com : admin :
  2. muttasim7@gmail.com : মোঃ মুত্তাছিম বিল্লাহ : মোঃ মুত্তাছিম বিল্লাহ
দিনাজপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় ৩ জন নিহত, আহত অন্তত ৩০ চিরিরবন্দর - সন্ধান বার্তা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

দিনাজপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় ৩ জন নিহত, আহত অন্তত ৩০ চিরিরবন্দর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি মাহাফুজুল ইসলাম আসাদ
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

দিনাজপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় ৩ জন নিহত, আহত অন্তত ৩০ চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ব্যাঙকালী নামক এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ২১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। বাকী একজনের নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। লাইসা নামে ২বছরের শিশু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি-

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি-

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮৯) পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ব্যাঙকালী নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যায়। এ সময় বাসটি একটি গাছের সাথে ধাক্কা দেয় এবং ব্রীজের র‌্যালিংয়ে গিয়ে আটকে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে দিনাজপুর থেকে এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নিয়ে আসার পর ২ জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২বছরের শিশু মারা যায়। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ আলম জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি-

মাহাফুজুল ইসলাম আসাদ

মোবাইল ঃ 01761251558

আরও সংবাদ
সর্বস্বত্ব: @ সন্ধান বার্তা
Developer By Moshiur Rahman Maruf