চিরিরবন্দরে আম গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধিঃ মাহাফুজুল ইসলাম আসাদ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের ভাটিয়াপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে ঠাল ভেঙ্গে গাছ থেকে পড়ে নুরুজ্জামান (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১১ই জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়ার পথে মারা যান নুরুজ্জামান। তিনি নশরতপুর গ্রামের ভাটিয়া পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
জানা গেছে, ভাটিয়া পাড়া জামে মসজিদের সভাপতি নুরুজ্জামান শনিবার সকালের দিকে মসজিদের গাছে আম পাড়ছিলেন হঠাৎ গাছের একটি ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।