সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার পর পর সেখানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিস্ফোরণ প্রায় ৫ কি. মি. এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল আশপাশের এলাকার ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের গ্লাস ভেঙ্গে যায়।
একটা লাইভে দেখা যায়, আগুন নিভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই অবস্থাতেই বিস্ফোরণটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ১০ টি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা ক্যামিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।…