বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি) এর সন্দ্বীপ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
২৪ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ উদ্দীন সন্দ্বীপি ও সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ স্বাক্ষরিত এক পত্রে অধ্যাপক রেজাউল কাদের বাচ্চু, দেলোয়ার হোসেন সন্দ্বীপি, শাহাদাত আশরাফ, নাদিম শাহ আলমগীর ও প্রভাষক ফসিউল আলম কে উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ইলিয়াস কামাল বাবু (দৈনিক সমকাল, সুপ্রভাত বাংলাদেশ ও জয় নিউজ) কে সভাপতি, মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি (বার্তা সম্পাদক, সজাগ সন্দ্বীপ) কে সাধারণ সম্পাদক ও অপু ইব্রাহিম (এশিয়ান টিভি) কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি (২০২০-২০২২) আগামী ২ বৎসরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম.এ হাশেম (দৈনিক সাঙ্গু ও ইনফো বাংলা ), সহ-সভাপতি মোজাম্মেল হোসেন (দৈনিক পূর্বতারা), সহ-সভাপতি-আবছার খান (দৈনিক দিন প্রতিদিন), যুগ্ম সম্পাদক ওমর ফয়সাল (মোহনা টিভি), সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী রুমী (দৈনিক নয়াবার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ (দৈনিক মাতৃজগত), প্রচার সম্পাদক কাউছার মাহমুদ দিদার (জি বাংলা), কার্যকরী সদস্য ইসমাইল হোসেন মনি (বিজয় টিভি), মোঃ জাহিদ হাসান (চ্যানেল আই), মাসুদ রানা (সজাগ সন্দ্বীপ), মোঃ মুরাদ হাসান (সন্ধান বার্তা), মোঃ সাকিল (দৈনিক অনুসন্ধান)।