
ইসলামপুরে কর্মহীন মানুষের মাঝে হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপহার বিতরন
করোনা ভাইরাসে লকডাউনে সরকারি সহায়তার পাশাপাশি হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপহার বিতরন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ওয়ারেস আলী সহ সংগঠনের অন্যান্য সদস্য।কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের মাঝে রাতের আঁধারে জামালপুর ইসলামপুরে চিনাডুলি ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে চাল,ডাল, তেল আলু, চিনি ও মুড়ি বাড়ী বাড়ী গিয়ে এই উপহার পৌঁছে দেয়া হয়।এ সময় উপহার পেয়ে সবার মাঝে খুশীর আমেজ দেখা যায়। গ্রামের মানুষ সংগঠন সহ ত্রাণ বিতরণের পদ্ধতির প্রশংসা করেন। সমাজে বিত্তবানদের এভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ওয়ারেস আলী, মমতাজ উদ্দীন, মারুফ হোসেন, কবির হোসেন সহ অন্যান্যরা।প্রতিষ্ঠা মোঃ ওয়ারেস অালী সংগঠনের চেয়ারম্যান সাবিনা ইয়ামিনের কথা উল্ল্যেখ করে বলেন তিনি নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং এলাকার মানুষের খোজ খবর রাখছেন।