মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি:
পুলিশ জনগণের বন্ধু এটা যে সত্য তা দেখিয়ে দিলেন মেলান্দহ থানা পুলিশ।
আজ শনিবার এমনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। জামালপুরের মেলান্দহে অচেতন অবস্থায় অজ্ঞাত নামা এক যুবক কে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে মেলান্দহ থানা পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে, ৪/৭/২০২০ তারিখ দুপুর ২.৩০ ঘটিকার সময় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম খান এর নির্দেশে, মেলান্দহ থানার এস,আই দিলিপ চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় মেলান্দহ পোস্ট অফিসের সামনে পুকুর পাড় হতে অজ্ঞাত নামা ২৫ বছরের এক ব্যাক্তিকে অচেতন অবস্হায় উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি তদন্ত আব্দুল মজিদ জানান পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান ও মাল রক্ষার দায়িত্ব আমাদের। সুতরাং মানবিক কাজে পুলিশ জনগণের সেবক হয়ে পাশে আছে এবং থাকবে।
করোনায় স্বাস্থ্য বিধি ও বন্যায় শিশুদের প্রতি বেশী বেশী খেয়াল রাখাসহ সকল কে সচেতন ও সজাগ থাকার আহবান জানান তিনি।