মোহাম্মদ আলী জিন্নাহ| জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বিপিএম বার এর অনুপ্রেরণায় মাদারগঞ্জ সার্কেল এসপি সামিউল আলম পিপিএম ও মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম খান এর নির্দেশে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্থদের সচেতন থাকার আহবান জানালেন মেলান্দহ থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ।
শনিবার বিকালে নৌকাযোগে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর,বানিয়াবাড়ী,নলছিয়া,খাসিমারা এলাকা পরিদর্শন করেন।
বন্যা কবলিত মানুষদেরকে বন্যার ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধে দিক নির্দেশনা, বন্যার পানি থেকে বাচ্চাদের দুরে রাখা, গবাদি পশুদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়াসহ রাতে সজাগ থেকে টর্চ লাইট সাথে রাখার পরামর্শ দেন এবং সেই সাথে এলাকায় অপরচিত কেউ ট্রলার নিয়ে আসলে সাথে সাথে জরুরী প্রয়োজনে থানা ও সার্কেল অফিসারদের মোবাইল নম্বরসহ ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন মেলান্দহ থানার ওসি তদন্ত আব্দুল মজিদ। ।
এ সময় মেলান্দহ থানা ও মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।