1. dainikpollysangbad@gmail.com : admin :
  2. zahid@sondhanbarta.com : Zahid Hasan : Zahid Hasan
মায়ের সামনেই গরম তেলে ছেলের হাত ঝলসে দিলেন বাবুর্চি - সন্ধান বার্তা
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

মায়ের সামনেই গরম তেলে ছেলের হাত ঝলসে দিলেন বাবুর্চি

যশোর প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

যশোরে মায়ের সামনে গরম তেল ঢেলে আইমান রাহাত নামে ১০ বছর বয়সী এক শিশুর হাত ঝলসে দিয়েছেন বাবুর্চি। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে যশোর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। আহত রাহাত জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুর উপজেলার মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।

দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান বলেন, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন রাহাতের মা। পরে রাতের খাবার খেতে ভৈরব হোটেলে যান তারা।

খাওয়া শেষে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে রাহাতের ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেন বাবুর্চি ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়।

পরে তাকে ইবনে সিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, রাহাতকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

আরও সংবাদ
সর্বস্বত্ব: @ সন্ধান বার্তা
Developer By Moshiur Rahman Maruf