মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জে মহিলা মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলার ১১ জন কে আটক করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর এলাকার জুনাইল পক্ষীমারির মৃত আখের আলি র মেয়ে মাদক ব্যবসায়ী আন্না বেগম (২২) কে তার বসত বাড়ির সামনে থেকে ০১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে এবং জিআর পরোয়ানা ভূক্ত ০৪ জন আসামী ও নিয়মিত মামলার ০৬ জন আসামীসহ মোট ১১জনকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীদের আজ মঙ্গলবার ২৩/৬/২০২০ ইং তারিখ জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।