মোহাম্মদ আলী জিন্নাহ, নিজস্ব প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিমে পাকরুল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে দুপুরের খাবার ও ২৪০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাকরুল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ২শ পরিবারের মাঝে দুপুরের খাবার ও ২৪০ টি পরিবারের মাঝে নগদ প্রায় দেড় লাখ টাকা বিতরণ করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সোহাগ প্রমূখ।
এ সময় অত্র ওয়ার্ডের মেম্বার আকতার ফকির ও মাদারগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আছিমুল ইসলাম মেহেদী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে খাবার বিতরণে আয়োজনে ও সহযোগীতায় মাদারগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ।