মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ জন।
এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা দাড়ালো ৩৮ জন ও সুস্থ হয়েছেন ২০ জন। করোনায় মৃত্যু ২জন।
নতুন করোনা আক্রান্ত হয়েছেন উপজেলার পাটাদহ এলাকার সুজাত আলী (৪৫) ও মোমেনাবাদ কোমারপাড়া এলাকার আশরাফুল ইসলাম শনিবারে তাদের ২ জনের বাড়ী লকডাউন করে স্বাস্থ্য বিধি মানাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিকুর রহমান।
এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপি আই মাহবুবুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা মোকাবেলায় মহান আল্লাহ কে স্মরণ করে ৫ ওয়াক্ত নামাজ আদায়, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য তাদের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়।