মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জে অভিযান চালিয়ে চুলাইমদ সহ ৩ জন কে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে বালিজুড়ী পূর্ব পাড়ার রুস্তম শেখ (৭০) ও গাবের গ্রাম আশ্রয়ন কেন্দ্রের শাহাবুদ্দিন প্রামাণিক (৪০) এবং তারতা পাড়ার রহমতুল্লাহ মন্ডল (২৭)।
এদের কে ১৪ লিটার চুলাইমদ ও তাদের ব্যবহত একটি সিএনজিসহ মাদারগঞ্জ টু জামালপুর সড়ক মাদারগঞ্জ পৌরসভার গেইট সংলগ্ন মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তাদেরকে শনিবার জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম।