মোহাম্মদ আলী জিন্নাহ্, মাদারগঞ্জ :
মাদারগঞ্জ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস কে মহামারি ঘোষনার পর থেকে সচেতনতামুলক প্রচারের মাধ্যমে বাংলাদেশ সরকার ব্যাপক প্রস্তূতি গ্রহন করেছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাপক সক্রিয় ভাবে কাজ করছে প্রত্যেক উপজেলা প্রশাসন। সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাদারগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলামের হাতে ২শ মাস্ক ও ২০ টি হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম,আকরাম হোসেন রাসেল ও মীর আরিফুর রহমান এবং মিষ্টার সেলিম উপস্থিত ছিলেন। নিয়মিত অভিযানের সময় ব্যবহারের জন্য ২০০ মাস্ক এবং ২০ টি হ্যান্ড স্যানিটাইজার উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসনের ব্যাবহারের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করায় রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান ইউএনও আমিনুল ইসলাম।