দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একাধারে তিনি একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। পড়াশোনায়ও বেশ পটু এই তারকা। বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ (বর্তমানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) থেকে কৃতিত্বের সঙ্গে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাস করেন। তার ৯ বছরপর গত নভেম্বরে গ্র্যাজুয়েশন শেষ করেন ভাবনা। ইংল্যান্ডের ওয়েলসে অবস্থিত গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে ‘বিজনেস’ বিষয়ে এই ডিগ্রি অর্জন করেন তিনি।
পান দ্বিতীয় বিভাগ।গত বুধবার ১১ মে লন্ডন ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদ তুলে দেওয়া হয়। ভাবনা সেখনাকার একগুচ্ছ ছবি উচ্ছ্বাস নিয়ে তারফেসবুকে প্রকাশ করেছেন। তাকে অনেক তারকা, ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা বার্তা জানিয়েছে তার এ অর্জনে। এসব পোস্ট দেখে ভাবনা বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।আগামীতে এ অভিনেত্রীর পরিকল্পনা কী জিজ্ঞাসা করতেই তিনি বলেন,পরিকল্পনা করে তিনি কাজ খুব একটা করেন না। তবে ইচ্ছে আছে ওমেন অ্যান্ড জেন্ডারস এর একটি সাবজেক্ট নিয়ে স্নাতকোত্তর করার। আবার নাও করতে পারি আমি। শিগগিরই আবার শুরু করব পড়াশোনা। তার এ পড়াশোনার জার্নিতে কার অবদান সবচেয়ে বেশি সেই বিষয়ে বলেন, ‘তার পরিবার ও তার বোন সব সময় উৎসাহদিয়েছেন।’এদিকে লন্ডন শহর কেমন লাগছে-এ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমি যতবার এসেছি আমার খুব ভালো লেগেছে। কারণ আমার শীতকাল খুব পছন্দ। লন্ডনে যখন আসি শীতের জামা কাপড় পরে থাকি। এত পুরানো একটি শহর সবার মতো আমারও ভালো লাগে। তবে বাংলাদেশের চেয়ে বেশি ভালো না। ১০-১৫ দিন থাকার পর আর ভালো লাগে না। দেশে যেতে ইচ্ছে করে।’