প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
ছবি : সংগৃহীত
ইনিংসের ১২৩তম ওভারে লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে খেলে দৌড়ে ২ রান নিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক। তার এই অর্জনে সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সদস্যরা করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন ড্রেসিংরুম থেকে।তামিম ইকবালকে টপকে বাংলাদেশের পক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মাইলফলক স্পর্শ করার পথে রানের হিসাবে এগিয়ে ছিলেন মুশফিক।চলমান এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটসম্যান। তবে টাইগারদের হয়ে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৩৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে মুশফিককে টপকে শীর্ষে উঠে যান তামিম ইকবাল। তামিম শারীরিক অসুস্থতার কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে বিশ্রামে গেলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাপিয়ে আবার শীর্ষে ওঠেন মুশফিক। মুশফিক অপরাজিত আছেন ৭০ রানে। অপর প্রান্তে লিটনের সংগ্রহ ৭৯। এই দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেট জুটিতে তুলে ফেলেছেন অবিচ্ছিন্ন ১৪১ রান। সকালের সেশনে অবশ্য ধীরগতিতে রান তুলেছে লিটন-মুশফিক দুজনেই। ১৬ ওভারে রান তুলেছে ৪৩ রান।২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুশফিকের। সে থেকে গত ১৭ বছরে ৮১ টেস্টে এসে ৫০০০ রান স্পর্শ করলেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার। টেস্টে ২৬টি অর্ধশতক ও ৭টি শতক আছে মুশফিকের।সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানও মুশফিকের। ৪১৪ ম্যাচে করেছেন ১৩ হাজারের বেশি রান। তার সামনে আছেন কেবল তামিম। যিনি ৩৬৫ ম্যাচে করেছেন সাড়ে ১৪ হাজার রান।এই দৌড়ে মুশফিকের পিছনেই অবশ্য ছুটছেন তামিম। ১২৬ ইনিংসে তার রান ৪৯৮১। ৪০২৯ রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান।