নিজস্ব প্রতিবেদক:
বিগত কয়েক বছরের তুলনায় এবছর মৌসুমি বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চেলে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌসুমী এই দুর্ভোগ থেকে রেহায় পায়নি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নও। অতি বৃষ্টির ফলে পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ও অনেক পরিবারের বাড়ির উঠোনে পর্যন্ত পানি জমে দুর্ভোগে পড়ে পাকুড়িয়ার অনেক পরিবার।
গত ২০শে জুলাই পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজ সরকার সরেজমিনে বেশ কিছু জ্বলাবদ্ধ যায়গা পরিদর্শন করেন। তিনি সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তাৎক্ষণিক বেশকিছু রাস্তায় বালি দিয়ে ভরাট করার ব্যবস্থা করেন ও স্থায়ী সমাধানের জন্য ছোট কালভার্টসহ ড্রেনেজ ব্যবস্থা সিদ্ধান্ত নেন।
তারই ফলশ্রুতিতে চারদিনের মধ্যে ২৫শে জুলাই অতিদ্রুতই পানিকুমড়া বাজারের নিচে ড্রেন কেটে পানি নামানোর কাজ শুরু হয়েছে। এতে সাধারন জনগনের মধ্যে বেশ আনন্দ দেখা গেছে।