দিনাজপুর সদরে বজ্রপাতে একজনের মৃত্যু
দিনাজপুর সদর জালিয়া পাড়ার পার্শ্ববর্তী জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওবায়দুর হোসেন (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০শে মে) সাড়ে১২ দিকে দিনাজপুর সদর ৫নং শশরা উমরপাইল জালিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর,এমাজউদ্দীনের ছেলে
দিনাজপুর সদর ৫নং শশরা ইউনিয়নের ৮নং, ওয়াডের মেম্বার সফিকুল ইসলাম জানান সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওবায়দুর বাড়ির পাশের জমিতে গরু আনতে গেলে সে সময় বজ্রপাতে মৃতু হয়।
তিনি আরো বলেন মৃত্যু ওবায়দুরের স্ত্রী একছেলে একমেয়েসহ অসংখ্য পরিবার পরিজন রেখে গেলেন
দিনাজপুর সদর ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলি রানা বিষয়টি নিশ্চিত করেছেন।