1. dainikpollysangbad@gmail.com : admin :
  2. zahid@sondhanbarta.com : Zahid Hasan : Zahid Hasan
দিনাজপুরে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়ে আত্মহত্যা - সন্ধান বার্তা
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

দিনাজপুরে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়ে আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

 দিনাজপুরে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়ে আত্মহত্যা করেছেন মুক্তার আলী মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি।

রোববার (২৯ মে) দুপুরে দিনাজপুর পৌর এলাকার রামনগরে এ ঘটনা ঘটে।

মুক্তার আলী নওগাঁ জেলার পত্মীতলা মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে। তিনি শহরের রামনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুক্তার আলী দিনাজপুরে তার স্ত্রীকে নিয়ে একটি স্টেশনারি দোকান করতেন। রোববার দুপুরে দোকানে বসা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তার আলী ধারালো বটি দিয়ে মোতাহীরা আক্তারের পায়ের রোগ কেটে দেন ও শরীরের অন্যান্য স্থানে আঘাত করে। চিৎকার শুনে এলাকাবাসী মোতাহীরা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল হাসাপাতালে ভর্তি করে। পরে মুক্তার আলী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে স্ত্রী মোতাহীরা আক্তার জানিয়েছেন, তার স্বামীর মানসিক সমস্যা ছিল।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

আরও সংবাদ
সর্বস্বত্ব: @ সন্ধান বার্তা
Developer By Moshiur Rahman Maruf