1. dainikpollysangbad@gmail.com : admin :
  2. zahid@sondhanbarta.com : Zahid Hasan : Zahid Hasan
দিনাজপুরে মরদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত - সন্ধান বার্তা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

দিনাজপুরে মরদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
ছবি : সংগৃহীত

দিনাজপুরে মরদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত

দিনাজপুর সদরের দক্ষিণ কোতোয়ালির ৯ নং আস্করপুর ইউপি’র হাজরা পুকুর নামক এলাকার ধান ক্ষেত থেকে জাহিদ হাসান মন্ডল ( ২৮ ) নামে এক ব্যক্তির অর্ধ গলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ ।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে জমিতে হালচাষ করতে গিয়ে মরদেহটি দেখতে পান এক কৃষক। পরে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর হবে। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত যুবকের শরীরে কালো রঙের ফুল প্যান্ট ও কালো-লাল প্রিন্টের হাফ শাট পরা ছিল। নিহতের গলার ডান পাশে ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।৫\৭ দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
জানা গেছে, মরদেহটি অর্ধ গলিত ও পচে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়রা কেউ তাকে শনাক্ত করতে পারেননি । পরে মরদেহের পরিচয় নিশ্চিত করতে সিআইডি ক্রাইমসিন দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন ।

নিহত জাহিদ হাসান মন্ডল ওই ইউপি’র জামালপুর বেকাহার গ্রামের মৃত দুলাল হোসেনের একমাত্র পুত্র সন্তান ।

আরও সংবাদ
সর্বস্বত্ব: @ সন্ধান বার্তা
Developer By Moshiur Rahman Maruf