দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ আজ বিকেলে প্রেসবিজ্ঞপ্তিতে লাইকনিউজবিডি কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে সোমবার রাতে দিনাজপুর শহরের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৪শ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ বিরল উপজেলার উত্তর বহলা এলাকার মমিনুল হক (৩১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এই মাদক ব্যবসায়ী দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।