দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর রমন পাড়ায় এই ঘটনা ঘটে। ওই ছাত্রী শাল্টি মুরাদপুর রমন পাড়ার কার্তিক কুজুর মেয়ে ও শাল্টি মুরাদপুর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,মাটির একটি ঘরের কক্ষের ভিতরে চৌকির উপরে ওই ছাত্রী শুয়েছিল। হঠাৎ কোনো কিছু কামড়ের অনুভব করলে বিষয়টি তার মাকে ডেকে জানালে দেখতে পায় সাপের কামড়ের চিহ্ন। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার আগেই বাড়ীতেই মারা যায় সে।