পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার কাছে ১০ টাকা চেয়ে না পেয়ে সোহাগ মিয়া (১০) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ মে) সকালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ গ্রামের দিনমজুর রিপন মুন্সির ছেলে। সে দক্ষিণ বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।জানা গেছে, সকালে দিনমজুর বাবার কাছে ১০ টাকা চায় শিশু সোহাগ। তবে টাকা না থাকায় দিতে পারেননি বাবা। পরে ঘরে পক্ষাঘাতপ্রস্ত মায়ের কাছে টাকা দাবি করে সোহাগ। তিনিও টাকা দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে অসুস্থ মাকে মারধর এবং বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সোহাগের মৃত্যু হয়েছে।পুলিশ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।