করোনা ভাইরাসরোধের সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশের অর্থায়নে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে কোরবানি কর্মসূচিতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অসহায় ও দুস্থ ১৬০ পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয় বেলগাছা ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিধবা পরিবারের মধ্যে এ মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
মাংস বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আঃ মালেক ও ৫ নং নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ রোমান হাসান।
সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহান শাহ সরকার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ২নং বেলগাছা ইউ পি শাখা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মিজানুর রহমান আনসারি।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসটিএস এর প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ স্থানীয় ব্যক্তিবর্গের বক্তব্য শেষে সমাজের সকল মানুষের উদ্দ্যেশে বক্তব্য রাখেন যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন (সোহেল)।
উল্লেখ্য, দারিদ্র ও দুর্ভোগের বিরুদ্ধে লড়াইয়ে যমুনা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।