Header Border

ঢাকা, শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯°সে

ছাতকে করোনা সচেতনতায় পুলিশের মাইকিং ও বাজার মনিটরিং

ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করেছে থানা পুলিশ।এএসপি সার্কেল (ছাতক-দোয়ারা) বিল্লাল আহমদ ও ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে উপজেলা সদর, গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়।মাইকে প্রচারণাকালে কর্মকর্তাবৃন্দ বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে। এজন্য যেকোন ধরনের লোকসমাগম থেকে সবাইকে বিরত থাকতে হবে। হ্যান্ডসেক, কোলাকোলি না করাসহ অ-প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার পরামর্শ দেয়া হয়। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে মুখে মাস্ক ব্যবহার, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করার পরামর্শ দেয়াসহ করোনা ঝুঁকির সন্দেহে থাকলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেন।এছাড়া কোন ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করলে সাথে সাথে থানা পুলিশে অভিযোগ করতে বলা হয়। গুজব ছড়িয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও প্রদান করেন কর্মকর্তারা।এ সময় এসআই হাবিবুর রহমান পিপিএমসহ অন্য অফিসার্স ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

একটি অমীমাংসিত চিত্রনাট্য
রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিনে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের দোয়া মাহফিল
কথা সাহিত্যিক আনোয়ারুল ইসলাম এর কবিতা ”বৌশেরগড় গ্রাম”
ময়মনসিংহ বিভাগ যুব সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ
গণগ্রন্থাগার পরিষদ কর্তৃক সন্মাননা প্রদান।

আরও খবর