চির নিন্দ্রায় শায়িত হলেন রত্নাগর্ভা মা..

ভাষাসৈনিক,শিক্ষাবিদ,প্রয়াত প্রিন্সিপাল আশরাফ ফারুকী সাবের সহধর্মিণী এবং সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর, ব্যাংকার গালিব ফারুকী,মুজাহিদ ফারুকী, বিল্লাহ ফারুকী, ঊর্মি ফারুকীর রত্নগর্ভা মা বেগম সুরাইয়া ফারুকী আজ সকাল ৮:১০ মিনিটে আকস্মিক উচ্চ রক্তচাপ জনিত কারণে স্ট্রোক করে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি…..রাজিউন)। আজই বাদ আসর জামালপুর সদর
জামতলীর নিজ বাড়ীতে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় মরহুমার সন্তানাদি,পরিজন এবং
স্হানীয় এম.পি মহোদয় সহ অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য বেগম সুরাইয়া ফারুকীর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি প্রকাশ করে সবাই দোয়া কামনা করেন।….