গাজীপুরের কাপাসিয়া উপজেলা উজলী দিঘীরপাড় সংলগ্ন আঁখক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।স্থানীয় লোকজন আঁখক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্ধগলিত লাশটি উজলী দিঘীরপাড় গ্রামের মৃত মাইন উদ্দিনের মেয়ে মিনারা।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করছে সে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।