Header Border

ঢাকা, শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯°সে

কথা সাহিত্যিক আনোয়ারুল ইসলাম এর কবিতা ”বৌশেরগড় গ্রাম”

বৌশেরগড় গ্রাম

মোঃ আনোয়ারুল ইসলাম

 

আমার গাঁয়ে যাইয়ো বন্ধু,

যমুনা নদীর তীরে।

পুরোনো সেই গ্রাম হারিয়ে গেছে,

যমুনা ভাঙ্গনের ভীরে।

যমুনার তীরে গ্রাম ছিল,

বৌশের গড় নাম।

সারা গাঁয়ে ছিল,

এ গ্রামের কতই না সুনাম।

সুজলা-সুফলা,

শস্য শ্যামলার মাঠে,

কতই না খেলেছি বন্ধুদের সাথে।

দুপুর হলে ছুটে যেতাম,

বন্ধুদের নিয়ে সাথে।

হৈ-হুল্লুর আর সাতাঁর কাটতাম,

যমুনা নদীর ঘাঁটে।

আজ আর সেই বন্ধুরা নেই,

নেইকো সেই আর গ্রাম,

যমুনার ভাঙ্গনে হারিয়ে গেছে,

সেই চিরচেনা নাম।

আজ শুধুই মনে পড়ে,

সেই গ্রামের স্থৃতি।

গ্রাম হারানোর বিচ্ছেদ বেদনা, জ্বলেছে ধিকিধিকি।

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

একটি অমীমাংসিত চিত্রনাট্য
ঠাকুরগাঁওয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড ২৮ জন করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবারো চেয়ারম্যান হলেন ফোরকান আহমদ
জামালপুরের ইসলামপুরে নৌকাডুবি; ১জন নিহত, নিখোঁজ ১
খুটাখালী বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

আরও খবর