Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল) ২৩°সে

কথা সাহিত্যিক আনোয়ারুল ইসলাম এর কবিতা ”বৌশেরগড় গ্রাম”

বৌশেরগড় গ্রাম

মোঃ আনোয়ারুল ইসলাম

 

আমার গাঁয়ে যাইয়ো বন্ধু,

যমুনা নদীর তীরে।

পুরোনো সেই গ্রাম হারিয়ে গেছে,

যমুনা ভাঙ্গনের ভীরে।

যমুনার তীরে গ্রাম ছিল,

বৌশের গড় নাম।

সারা গাঁয়ে ছিল,

এ গ্রামের কতই না সুনাম।

সুজলা-সুফলা,

শস্য শ্যামলার মাঠে,

কতই না খেলেছি বন্ধুদের সাথে।

দুপুর হলে ছুটে যেতাম,

বন্ধুদের নিয়ে সাথে।

হৈ-হুল্লুর আর সাতাঁর কাটতাম,

যমুনা নদীর ঘাঁটে।

আজ আর সেই বন্ধুরা নেই,

নেইকো সেই আর গ্রাম,

যমুনার ভাঙ্গনে হারিয়ে গেছে,

সেই চিরচেনা নাম।

আজ শুধুই মনে পড়ে,

সেই গ্রামের স্থৃতি।

গ্রাম হারানোর বিচ্ছেদ বেদনা, জ্বলেছে ধিকিধিকি।

Print Friendly, PDF & Email

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বপ্ন যাত্রা স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যতিক্রমী আয়োজন।
মাদারগঞ্জে নেশার টাকা দিতে না পারায় গৃহবধুকে নির্যাতন
একটি অমীমাংসিত চিত্রনাট্য
ঠাকুরগাঁওয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড ২৮ জন করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবারো চেয়ারম্যান হলেন ফোরকান আহমদ

আরও খবর