বৌশেরগড় গ্রাম
মোঃ আনোয়ারুল ইসলাম
আমার গাঁয়ে যাইয়ো বন্ধু,
যমুনা নদীর তীরে।
পুরোনো সেই গ্রাম হারিয়ে গেছে,
যমুনা ভাঙ্গনের ভীরে।
যমুনার তীরে গ্রাম ছিল,
বৌশের গড় নাম।
সারা গাঁয়ে ছিল,
এ গ্রামের কতই না সুনাম।
সুজলা-সুফলা,
শস্য শ্যামলার মাঠে,
কতই না খেলেছি বন্ধুদের সাথে।
দুপুর হলে ছুটে যেতাম,
বন্ধুদের নিয়ে সাথে।
হৈ-হুল্লুর আর সাতাঁর কাটতাম,
যমুনা নদীর ঘাঁটে।
আজ আর সেই বন্ধুরা নেই,
নেইকো সেই আর গ্রাম,
যমুনার ভাঙ্গনে হারিয়ে গেছে,
সেই চিরচেনা নাম।
আজ শুধুই মনে পড়ে,
সেই গ্রামের স্থৃতি।
গ্রাম হারানোর বিচ্ছেদ বেদনা, জ্বলেছে ধিকিধিকি।