উলিয়া এ.এম উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২১ পালন করেছে।
দিবসটি পালনে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি দিনের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জনাব মতিয়র রহমান ডিজেল ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মজিদুল আলম এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী। বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সুরুজ্জামান সুরুজ, আরোও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের আওয়ামী লীগ-এর সভাপতি জনাব মোঃ আছাদুজ্জামান আছাদ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা মাষ্টার ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ছাইদুর রহমান এবং সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের সুধীবৃন্দ।
পরিশেষে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।