1. dainikpollysangbad@gmail.com : admin :
  2. zahid@sondhanbarta.com : Zahid Hasan : Zahid Hasan
আবার কনটেইনার ডিপোতে আগুন চট্টগ্রাম - সন্ধান বার্তা
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

আবার কনটেইনার ডিপোতে আগুন চট্টগ্রাম

মোঃ আকাশ
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

: চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

এতে ডিপোর শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া নয়টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ জানান, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে আশপাশের কনটেইনারে ছড়ায়নি। কোনো ধরনের ক্ষতি হয়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন দুই শতাধিক মানুষ। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

আরও সংবাদ
সর্বস্বত্ব: @ সন্ধান বার্তা
Developer By Moshiur Rahman Maruf