পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি দল আটঘরিয়া থানাধীন পুস্তিগাছা বাজারের দেবোত্তরগামী রাস্তা থেকে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার (১ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- রাজবাড়ী জেলার রুহুল আমীন, ফজলু সরদার, লিয়াকত সরদার, আরিফ সরদার ও পাবনার আমিপুর থানার ঢালারচর এলাকার নিলু মন্ডল ও সালাম মিয়া।
এসময়ে ডাকাত সদস্যদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, দুইটি ধারালো হাসুয়া, একটি চাপাতি, ছুরি, তালা কাটার ব্লেড, ডাকাতি করার জন্য রশি ও দুইটা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, দেবোত্তরগামী রাস্তায় অভিযান চালিয়ে ডাকাতদের অস্ত্রসহ ছয় ডাকাত সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন রয়েছেন।